
প্রকাশিত: Sat, Dec 31, 2022 3:44 PM আপডেট: Mon, May 12, 2025 8:12 AM
মাহিয়া মাহির দোষটা কী?
খুজেস্তা নূর-ই নাহারিন
অপু বিশ্বাস, মৌসুমি, তারিন, সুইটি, আলি শাহ, দিলারা, ময়ূরী এমপি মনোনয়ন চাইলে দোষ নেই মাহিয়া মাহি চাইলে দোষ হবে কেন? গত ইলেকশনে তারাসহ টেলিভিশন আর সিনেমা জগতে অনেককেই মনোনয়ন চাইতে দেখেছি। ভবিষ্যতে নুসরাত ফারিয়া, বুবলি, পরীমনিও এমপি হওয়ার স্বপ্ন দেখতে পারেন।এটা যার যার নাগরিক অধিকার। রাজনৈতিক অনুষ্ঠানে দেখেছি দলের বড় বড় নেতারা এদের ডেকে নিয়ে ছবি তুলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে নিজেরাও ধন্য হন, গর্ব অনুভব করে। এদের সৌন্দর্যের আলোতে চারিপাশ আলোকিত, আমাদেরও দেখতে ভালো লাগে।
মাহিয়া মাহি আমার প্রিয় নায়িকা, কথা বলে সুন্দর। গাজীপুরের যুব লীগের একজনের স্ত্রী। কিছুদিন আগে স্বামীর সাথে হজ্বব্রত পালন করে এসেছে। সে এমপি হলে ক্ষতি কী? ভারতে রেখা এমপি হয়েছে, কঙ্গনা রানাওয়াত এমপি হওয়ার দৌড়ে আছেন। অতীতে নায়িকা থেকে উঠে আসা জয়ললিতা ডাকসাইটে মন্ত্রী ছিলেন। মাহিয়া মাহি এমপি হলে অন্য অনেক এমপির মত মোটেও চুপ করে বসে থাকবে না জনগণের স্বার্থে কথা বলতে পারবে। নায়িকা থেকে এমপি হওয়া যায় এই ট্রেনড চালু হলে মেধাবী আর রূপবতী নারীরা উচ্চ শিক্ষার উদ্দেশে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার চেয়ে সিনেমার নায়িকা হতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। অন্ধকারে নিমজ্জিত বাংলা সিনেমার ভাগ্যাকাশে নতুন সূর্যের উদয় হবে। দর্শক আমরা ভালো ভালো সিনেমা উপহার পাবো। ফেসবুক থেকে
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!

চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে

‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!

কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!

সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি

ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
